বরিশাল প্রতিনিধি:
শাহিন হাওলাদার
বাকেরগঞ্জ উপজেলার জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের এই উপজেলায় যোগদানের এক বছর পূর্ণ হয়েছে আজ।
দায়িত্ব গ্রহণের পর থেকে ইউএনও রুমানা আফরোজ উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবায় অসংখ্য মানবিক, ব্যতিক্রমী ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন। তার উদ্যোগে প্রশাসনিক সেবার পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমে নতুন গতি এসেছে।
বাকেরগঞ্জ উপজেলার সৌন্দর্য বর্ধনে তিনি একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে বাকেরগঞ্জ চৌমাথায় দৃষ্টিনন্দন ‘BAKERGONJ’ ল্যান্ডমার্ক স্থাপন করে উপজেলার নান্দনিকতা বৃদ্ধি করেছেন, যা সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।
উপজেলার উন্নয়ন, মানবিক প্রশাসন ও জনকল্যাণে অবদানের জন্য বাকেরগঞ্জবাসী আজীবন কৃতজ্ঞতার সঙ্গে এই জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজকে স্মরণ করবে বলে মনে করছেন সচেতন মহল।
এ সময় এলাকাবাসী তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আগামীতেও তার হাত ধরে বাকেরগঞ্জ উপজেলার আরও উন্নয়ন প্রত্যাশা করেন।









