
পঞ্চগড় প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমা’আ নামাজের পর বাংলাদেশপন্থী ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।
এ সময় প্রায় দেড় ঘণ্টা ধরে ঢাকা–পঞ্চগড় জাতীয় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়, যার ফলে সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।
সমাবেশে বক্তারা জাতীয় নির্বাচনের আগেই শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও তাদের দোসরদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
বিক্ষোভ কর্মসূচিতে জেলা জামায়াতে ইসলামী আমির মৌলানা মো. ইকবাল হোসাইন, সমন্বয়ক ফজলে রাব্বিসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।