1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে জমি বিরোধে সংঘর্ষ: বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট, নারীসহ আহত ৫ উসমান হাদী হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল দেশনায়ক তারেক রহমানের কাছে কমলনগর যুবদল নেতা মন্নানের খোলা চিঠি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্র-জনতার বিক্ষোভ কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা

ঝিনাইগাতীতে জমি বিরোধে সংঘর্ষ: বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট, নারীসহ আহত ৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে জমি বিরোধকে কেন্দ্র করে হামলার পর ভাঙচুর হওয়া বসতবাড়ির দৃশ্য
ঝিনাইগাতীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট, নারীসহ আহত পাঁচজন

মুহাম্মদ আবু হেলাল
শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের ছোট মালিঝিকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একটি পরিবারের পাঁচজন আহত হয়েছেন। এ সময় বসতঘর ভাঙচুরের পাশাপাশি স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদী সাইফুল ইসলাম ও একই গ্রামের সহিজল গংদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ সংক্রান্ত ১৪৪ ধারার একটি মামলায় আদালতের রায় সম্প্রতি বাদীপক্ষের অনুকূলে আসে। বৃহস্পতিবার দুপুরে বাদীপক্ষ তাদের বাড়িতে ঘর নির্মাণের জন্য মাটি কাটার কাজ শুরু করলে বিবাদীপক্ষের প্রায় ২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে গিয়ে গালিগালাজ ও অতর্কিত হামলা চালায়।

হামলার সময় বাদীর বড় ভাইসহ পরিবারের একাধিক সদস্যকে মারধর করা হয়। সাইফুল ইসলাম বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। এতে তার চাচা, মা ও বোনসহ অন্তত পাঁচজন আহত হন। অভিযোগে বলা হয়, বিবাদীপক্ষের একজন লোহার শাবল দিয়ে বাদীর চাচাকে আঘাত করে গুরুতর জখম করে এবং আরেকজন ধারালো দা দিয়ে এক আত্মীয়কে কোপায়। বাদীর মায়ের হাতেও গুরুতর আঘাত লাগে।

হামলার এক পর্যায়ে বাদীর বোনের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া বসতঘর ভাঙচুর করে নগদ প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা, আসবাবপত্র, টেলিভিশন, ধান ও চালসহ আনুমানিক ১ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আহতদের মধ্যে বাদীসহ পরিবারের কয়েকজনকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত দুইজনকে শেরপুর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর চলে যাওয়ার সময় বিবাদীপক্ষ প্রাণনাশের হুমকি দেয়।

এদিকে বিবাদীপক্ষও ঝিনাইগাতী থানায় পাল্টা একটি অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান বলেন, “উভয় পক্ষই অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট