
মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা দীনুল ইসলাম (৩৮)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে পৌর এলাকার নয়াপাড়া থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত দীনুল ইসলাম মালিরচর নয়াপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং নয়াপাড়া আঞ্চলিক শাখার মানবসম্পদ বিষয়ক সম্পাদক।
বকশীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গত ২০ নভেম্বর দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলায় শুক্রবার রাতে দীনুল ইসলামকে গ্রেফতার করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, অপারেশন ডেভিল হান্ট-২ অভিযানের অংশ হিসেবে গ্রেফতারকৃত দীনুল ইসলামকে শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।