1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

রামগতি-কমলনগরে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শতাধিক স্থানে দোয়া, নেতৃত্বে আশরাফ উদ্দিন নিজান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে
রামগতি-কমলনগরে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শতাধিক স্থানে দোয়া, নেতৃত্বে আশরাফ উদ্দিন নিজান

হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে। দলটির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি এ বি এম আশরাফ উদ্দিন নিজানের উদ্যোগে গত দুই সপ্তাহ ধরে দুই উপজেলার প্রায় শতাধিক মসজিদ, মাদ্রাসা ও প্রতিটি ওয়ার্ডে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রোববার (১১ জানুয়ারি) এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে গত কয়েকদিন ধরে বিভিন্ন এতিমখানা ও মাদরাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে কুরআন খতম ও বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়।

বেশিরভাগ আয়োজনেই সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান নিজে উপস্থিত থেকে বেগম জিয়ার জন্য দোয়া করেন। এছাড়া দলীয় নেতাকর্মীদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মসজিদ ও মাদরাসাতেও দোয়ার ব্যবস্থা করেন তিনি। এসব মাহফিলে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক এম দিদার হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে রোববার আশরাফ উদ্দিন নিজান আবেগঘন কণ্ঠে বলেন,

“বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাবাসের সময় থেকেই তার অসুস্থতার সূত্রপাত। সেখান থেকে ১৮ কোটি মানুষকে কাঁদিয়ে তিনি মহান আল্লাহ তায়ালার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আজ বাংলাদেশ অভিভাবকশূন্য, জাতীয়তাবাদী শক্তি আজ এতিম। আমরা জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশকে এগিয়ে নিতে চাই। সে লক্ষ্যে ধানের শীষের পক্ষে সমর্থন দিতে আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) এর সর্বস্তরের জনগণের প্রতি বিশেষ অনুরোধ করছি।”

এদিকে গত কয়েকদিন ধরে রামগতি ও কমলনগরের প্রত্যন্ত অঞ্চলের মসজিদ, মাদরাসা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অনুষ্ঠিত এসব দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট