1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক, শেরপুর | ১৪ জানুয়ারি ২০২৬

শেরপুরের ক্রীড়াঙ্গনে বইছে উৎসবের আমেজ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। জেলা প্রশাসন শেরপুরের ক্রীড়া চর্চাকে আরও বেগবান করতে এ ধরণের আয়োজন অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এবং শেরপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। অতিথিরা তাদের বক্তব্যে খেলোয়াড়দের শৃঙ্খলা ও নৈপুণ্যের প্রশংসা করেন এবং আগামীতে জাতীয় পর্যায়ে শেরপুরের ক্রিকেটাররা অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ

ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। এছাড়াও টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, সেরা বোলার ও সেরা ব্যাটসম্যানসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ক্রীড়া সংগঠক, সাংবাদিক এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। গ্যালারি ভর্তি দর্শকদের উল্লাস আর করতালিতে মুখরিত ছিল পুরো স্টেডিয়াম প্রাঙ্গণ।

প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট