
নিজস্ব প্রতিবেদক, শেরপুর | ১৪ জানুয়ারি ২০২৬
শেরপুরের ক্রীড়াঙ্গনে বইছে উৎসবের আমেজ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। জেলা প্রশাসন শেরপুরের ক্রীড়া চর্চাকে আরও বেগবান করতে এ ধরণের আয়োজন অব্যাহত রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এবং শেরপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। অতিথিরা তাদের বক্তব্যে খেলোয়াড়দের শৃঙ্খলা ও নৈপুণ্যের প্রশংসা করেন এবং আগামীতে জাতীয় পর্যায়ে শেরপুরের ক্রিকেটাররা অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ।
ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। এছাড়াও টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, সেরা বোলার ও সেরা ব্যাটসম্যানসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ক্রীড়া সংগঠক, সাংবাদিক এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। গ্যালারি ভর্তি দর্শকদের উল্লাস আর করতালিতে মুখরিত ছিল পুরো স্টেডিয়াম প্রাঙ্গণ।
প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর।