শেরপুর প্রতিনিধি || আগস্ট ২৭, ২০২৫ | বুধবার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে মানবিক সহায়তা নিয়ে অসুস্থ পরিবারের পাশে দাঁড়ালেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ।
শেরপুর সদর উপজেলার ১নং কামারেরচর ইউনিয়নের লতারিয়া গ্রামের ৭৫ বছর বয়সী ফুসফুস/অন্ত্র ক্যান্সারে আক্রান্ত প্রবীণ আশরাফ আলী এবং দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছেলে শফিকুলের দুর্দশার কথা জানতে পেরে বুধবার বিকেলে তিনি ওই পরিবারে ছুটে যান।
এসময় তিনি চিকিৎসার খরচ বাবদ নগদ অর্থ, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার প্রদান করেন এবং পরিবারের পাশে থেকে নিয়মিত সহযোগিতা করার আশ্বাস দেন। বিশেষ করে প্রতি মাসে নগদ অর্থ সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
সাহায্য কার্যক্রমে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানবিক এ সহায়তা পেয়ে আশরাফ আলী ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপির প্রতি গভীর ভালোবাসা ব্যক্ত করেন।