মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আন্তঃজেলা কুখ্যাত ডাকাত আ. ছালামকে গ্রেফতার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের সোনাকুরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আ. ছালাম সোনাকুরা এলাকার বাসিন্দা মমতাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জামালপুর অঞ্চলে কুখ্যাত ডাকাত ও পেশাদার খুনি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, খুন ও ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া দেওয়ানগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় খুন ও ডাকাতির তিনটি মামলা রয়েছে। মাঝে মধ্যে তিনি ভারতে পালিয়ে থেকেও এলাকায় সক্রিয় ছিলেন।
স্থানীয়দের মতে, ছালাম প্রথমে ছোটখাটো চুরি-ছিনতাই দিয়ে অপরাধ জগতে প্রবেশ করে। ধীরে ধীরে দুর্ধর্ষ ডাকাত ও খুনিতে পরিণত হয়। দীর্ঘদিন ধরে এলাকাবাসী তার ভয়ে আতঙ্কে ছিলেন। অবশেষে গ্রেফতারের খবরে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান জানান, “আ. ছালাম একজন কুখ্যাত চোর, ডাকাত ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে খুন ও ডাকাতির তিনটি মামলা রয়েছে। তিনি বেশিরভাগ সময় ভারতেই পলাতক থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি নিজ বাড়িতে ফিরেছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”