স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) নামে একটি ভুয়া বা কৃত্রিমভাবে তৈরি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করে বিকৃতভাবে তৈরি করা হয়েছে।
প্রতিবাদলিপিতে আরও জানানো হয়, ওই ভুয়া অডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুর সম্পর্কিত একটি নির্দেশনা দিতে শোনা যায়। কিন্তু বাস্তবে এর সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো সম্পর্ক নেই। এ ধরনের ভুয়া অডিও রেকর্ড জনগণের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিয়ে জনশৃঙ্খলা নষ্ট করছে এবং গুজব সৃষ্টির মাধ্যমে প্রকৃত তথ্য থেকে জনগণকে দূরে সরিয়ে দিচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ভুয়া অডিও বা কনটেন্ট তৈরি ও প্রচারের চেষ্টা করা হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।