বরিশাল প্রতিনিধি/
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৯ নং কলসকাঠী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি আবুল বাসার বকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ আল আমিন মোল্লা।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রঞ্জু, সৈয়দ নূরউদ্দিন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আরিফুল করিম দুলাল, ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় জানানো হয়, কলসকাঠী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আগামী ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর বরিশাল এবং বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।