1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কেন্দুয়ায় সিএনজি চালক নূর জামান হত্যা মামলায় আরো ২ আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
কেন্দুয়ায় সিএনজি চালক নূর জামান হত্যা মামলায় গ্রেফতার হওয়া দুই আসামীর সঙ্গে কেন্দুয়া থানা পুলিশ
নেত্রকোণার কেন্দুয়া থানা পুলিশ সিএনজি চালক নূর জামান হত্যার সঙ্গে জড়িত দুই আসামীকে গ্রেফতার করেছে।

সাইফুল আলম দুলাল, স্টাফ রিপোর্টার

নেত্রকোণার কেন্দুয়া থানা পুলিশ চাঞ্চল্যকর সিএনজি চালক নূর জামান (৩৮) হত্যার সঙ্গে জড়িত আরো দুই আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা মিডিয়া সেলে এক প্রেস নোটে এ তথ্য নিশ্চিত করেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন:
১। মোঃ রেহাব মিয়া (৪২)
২। মোঃ সোহাগ মিয়া (৩০)
উভয়ের পিতা মৃত রাজ আলী, মাতা হালেমা আক্তার, সাং-ভাগ্যবপুর বড়বাড়ী (পাচহার), থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোণা।

প্রেস নোটে আরও বলা হয়, গত সোমবার (১ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া ও কলমাকান্দা থানার এলাকায় অভিযান চালিয়ে সন্দিগ্ধ আসামীরা আটক করা হয়। পরে তারা আদালতে হত্যার বিষয়ে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

নূর জামান (৩৮) তার সিএনজি চালিত অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ১৯ আগস্ট সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে অটোরিক্সা চালানোর জন্য বের হন। ২০ আগস্ট রাত ৩টার দিকে কেন্দুয়া থানা পুলিশ দুল্লী ব্রিজ এলাকায় একটি সিএনজি চালিত অটোরিক্সা পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়, গাড়ীর সিট ও সামনে রক্ত মাখা দাগ দেখা যায়।

পরবর্তীতে আশেপাশে খোঁজাখুঁজির পর দুল্লী ব্রিজ থেকে অনুমান ১০০ গজ দক্ষিণের আদমপুর-দুল্লী রাস্তায় মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের আত্মীয়স্বজন এসে দেহ সনাক্ত করেন।

মৃত্যুতে স্ত্রী মোছাঃ শিরিন আক্তার (৩২) বাদী হয়ে কেন্দুয়া থানায় অভিযোগ দায়ের করেন। মামলা নং-১৫, তারিখ ২০ আগস্ট ২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোডে রুজু হয়। তদন্তভার এসআই/(নিরস্ত্র) মোঃ আঃ জলিলের উপর হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২১ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটে অলি মিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়েছিল কেন্দুয়া থানা পুলিশের মাধ্যমে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট