পঞ্চগড় সদর উপজেলার ৬ নং সাতমেড়া ইউনিয়নের ভেলকু পাড়া গ্রামে, করতোয়া নদীতে বালু তুলার সময় বজ্রপাতে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নদীতে বালু তোলা কাজ চলাকালীন বজ্রপাতে আলম (৪৫), তার ছোট ভাই জুয়েল (৩০) এবং রেজাউল (৪০) গুরুতর আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে দেওয়া হচ্ছে।
৬ নং সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি) আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থার ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।