1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়েতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত গাজীপুরের শ্রীপুরে র‍্যাব সদস্যদের অবরুদ্ধের ঘটনায় দুই মামলা, আটক ১৪ পঞ্চগড়ে রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে স্কুলে অভিভাবকদের বিক্ষোভ গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ঝিনাইগাতীতে মিথ্যা সংবাদ প্রচারে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ক্ষোভ রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা শেরপুরে দুদকের দিনব্যাপী গণশুনানি : ১২৫ অভিযোগের নিষ্পত্তিতে জনতার আগ্রহ পঞ্চগড়ে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চাইলেই দেড় বছরে সংস্কার সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

গাজীপুরের শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন, প্রেমিক উধাও

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কলেজছাত্রীর অনশনরত অবস্থার দৃশ্য
শ্রীপুরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কলেজছাত্রীর অনশন, প্রেমিক উধাও।

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার :
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। তবে প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক শাকিল (ছদ্মনাম) পালিয়ে গেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী তরুণী কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের বাসিন্দা। তার নাম আকলিমা (ছদ্মনাম)। তিনি শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী এবং অভিযুক্ত প্রেমিক শাকিলও একই কলেজের ছাত্র। প্রায় ছয় মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আকলিমার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শাকিল তাকে একাধিকবার শারীরিক সম্পর্কের ফাঁদে ফেলে। পরে সে যোগাযোগ বন্ধ করে দেয়। উপায়ান্তর না পেয়ে শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন তিনি।

আকলিমা বলেন, “শাকিল আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেছে। এখন সে পালিয়ে বেড়াচ্ছে। আমি ন্যায্য অধিকার চাই। বিয়ে না হওয়া পর্যন্ত এখান থেকে যাবো না।”

শাকিলের বাবা দাবি করেন, “গত কয়েক মাস আগে মেয়ের মা আমাদের বাড়িতে এসে বিয়ের দাবি করেছিলেন। তখন আমি বলেছিলাম আমার ছেলে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি।”

কাওরাইদ ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মাহবুব আলম জানান, “ঘটনার বিষয়ে অবগত হয়েছি। উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। তবে মেয়েটি প্রাপ্তবয়স্ক হলেও ছেলেটির বয়স এখনও ১৮ হয়নি।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, “গত রাতে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাটিকে সামাজিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে দেখছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট