1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীর ৯ গ্রামের ভাগ্য বদলে দিতে পারে মালিঝি নদীর স্থায়ী সেতু শেরপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক আজ অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন: ৩৯ হাজার ভোটার, ১ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ডাকসু নির্বাচন: ছাত্রীদের কেন্দ্রগুলোতে ভোটারদের উপচেপড়া ভিড়, দীর্ঘ লাইনে ভোগান্তি ঠাকুরগাঁওয়ে ৮ বছর পর বিএনপির সম্মেলন: সভাপতি মির্জা ফয়সল, সম্পাদক পয়গাম নির্বাচিত কুয়েতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত গাজীপুরের শ্রীপুরে র‍্যাব সদস্যদের অবরুদ্ধের ঘটনায় দুই মামলা, আটক ১৪ পঞ্চগড়ে রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে স্কুলে অভিভাবকদের বিক্ষোভ গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
রাজশাহী বাস টার্মিনালে শ্রমিক আন্দোলনের কারণে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, অপেক্ষায় ভোগান্তিতে পড়া যাত্রীরা।
রাজশাহী বাস টার্মিনালে শ্রমিক আন্দোলনের কারণে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, অপেক্ষায় ভোগান্তিতে পড়া যাত্রীরা।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো :
রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির দাবিতে হঠাৎ এ সিদ্ধান্ত নেওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে একতা পরিবহনের বাস স্বাভাবিকভাবে চলাচল করছে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা বিকল্প ব্যবস্থায় সীমিত কিছু বাসে ভ্রমণ করতে বাধ্য হন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা অল্প বেতনে কাজ করে আসছেন। ন্যাশনাল ট্রাভেলসে চালকদের প্রতি ট্রিপে দেওয়া হয় ১১০০ টাকা, সুপারভাইজারদের ৫০০ টাকা এবং সহকারীদের মাত্র ৪০০ টাকা। দেশ ট্রাভেলসে চালকরা পান ১২০০ টাকা। শ্রমিকদের দাবি, এই বেতন বাড়িয়ে ন্যূনতম ২০০০ টাকা করতে হবে।

ন্যাশনাল ট্রাভেলসের চালক আলী হোসেন জানান,
“১০ বছর ধরে প্রতি ট্রিপে ১১০০ টাকা দেওয়া হচ্ছে। মালিকপক্ষ প্রতিশ্রুতি দিলেও বাস্তবে বেতন বাড়ানো হয়নি। এর আগেও আমরা আন্দোলন করেছি। এবার একতা ট্রান্সপোর্ট বাদে সব বাস বন্ধ রেখেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”

এ বিষয়ে দেশ ট্রাভেলসের ব্যবস্থাপক মাসুদ রানা কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন,
“শ্রমিকরা তাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করছেন। মালিকরা আগে মাত্র ১০০ টাকা বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। আমরা আবারও আলোচনায় বসব এবং শ্রমিকদের দাবি বাস্তবায়নের চেষ্টা করব।”

অচলাবস্থার কারণে রাজশাহী-ঢাকা রুটের হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে ঢাকাগামী মানুষরা বিকল্প যাতায়াতে অতিরিক্ত ভাড়া দিয়ে ভ্রমণ করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট