1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক আজ অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন: ৩৯ হাজার ভোটার, ১ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ডাকসু নির্বাচন: ছাত্রীদের কেন্দ্রগুলোতে ভোটারদের উপচেপড়া ভিড়, দীর্ঘ লাইনে ভোগান্তি ঠাকুরগাঁওয়ে ৮ বছর পর বিএনপির সম্মেলন: সভাপতি মির্জা ফয়সল, সম্পাদক পয়গাম নির্বাচিত কুয়েতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত গাজীপুরের শ্রীপুরে র‍্যাব সদস্যদের অবরুদ্ধের ঘটনায় দুই মামলা, আটক ১৪ পঞ্চগড়ে রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে স্কুলে অভিভাবকদের বিক্ষোভ গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ঝিনাইগাতীতে মিথ্যা সংবাদ প্রচারে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ক্ষোভ

কুয়েতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
কুয়েতে হাওয়ালী প্রদেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দের উপস্থিতি।
কুয়েতে হাওয়ালী প্রদেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দের উপস্থিতি।

প্রতিবেদক: মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত | তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৫

কুয়েত বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, বিশেষ করে যুবদলের সক্রিয় সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানটি স্বরণকালের অন্যতম সেরা ও মনোমুগ্ধকর আয়োজন হিসেবে ধরা হয়েছে।

হাওয়ালী প্রদেশ বিএনপির উদ্যোগে শুক্রবার, ৫ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাওয়ালী প্রদেশ বিএনপির সংগ্রামী আহ্বায়ক শের আলী খান স্বপন। যৌথভাবে সঞ্চালনা করেন হাজী ইকবাল, আব্দুল কাদের মুন্সী, আরিফুর রহমান শাহিন এবং জামান ফারুক।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপির সদ্য সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম এনাম।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শওকত আলী, কুয়েত বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের মোল্লা, সিনিয়র নেতা ও অভিভাবক মোঃ চুন্নু মোল্লা, সাবেক নির্বাচন কমিশনার মোঃ আশফাকুল হক, সিনিয়র সদস্য সৈয়দ নৌশাদ, এ কে আজাদ নুর, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা কামাল, যুবদল কুয়েতের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সবুজ, স্বেচ্ছাসেবক দল কুয়েতের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন, জাসাস কুয়েতের সাবেক সভাপতি আনিসুল হক উল্কা, ফারওয়ানিয়া ও জাহারা প্রদেশ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান রুমন ও চাঁন মিয়া হাসান, যুবদল কুয়েত শাখার প্রস্তাবিত সভাপতি সৈয়দ আরিফুল ইসলাম রাসেল প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, শাইরুল আমীন, মাসুম হাসান, নাসির উদ্দিন হাওলাদার, আহমেদ আলী রানা, আনোয়ার হোসেন, আব্দুল মালেক, আবু জামান বুলু, আব্দুল আজিজ, সৈয়দ মোঃ সাহেদ, সাইফুল ইসলাম, ইমরান খান, লোকমান জাহিদ, মোঃ শামসুদ্দিন, মোঃ ইস্রাফীল, জাকির হোসেন, শেখ লিয়াকতসহ বিপুলসংখ্যক নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

অনুষ্ঠানটি কুয়েতের মরুর বুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক বিশাল মিলনমেলায় পরিণত হয়। কুয়েতের গুণী শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশন এবং বাংলাদেশ থেকে আগত টেলিভিশন সাংবাদিকদের উপস্থিতি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

সমাপনীতে হাওয়ালী প্রদেশ বিএনপির আহ্বায়ক শের আলী খান স্বপন মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। সুস্বাদু নৈশভোজের মধ্য দিয়ে কুয়েতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট