ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের শিয়ালধরা বাজারের পাশে ঝুঁকিপূর্ণ একটি রাস্তা দ্রুত সংস্কারের মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন স্থানীয়রা। প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে স্বস্তি ফিরেছে জনমনে।
গত ৮ সেপ্টেম্বর (সোমবার) পেশাগত কাজে নান্দাইলের বাকচান্দা ফেরার পথে ঢাকা পোস্টের সাংবাদিক শফিউল আলম জুয়েল এবং দৈনিক নিরপেক্ষ পত্রিকার সাংবাদিক ফরিদ মিয়া রাস্তার ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করেন। দেখা যায়, রাস্তার এক পাশে হেলে পড়া দুইটি বিশাল গাছ এবং অপর পাশে বড় বড় গর্ত তৈরি হয়ে পথচারী ও যানবাহনের যাতায়াতকে চরম ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
এ অবস্থার ছবি ও তথ্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। “ডাবল মৃত্যুফাঁদে জনসাধারণের চরম ঝুঁকি” শিরোনামে সাংবাদিকরা বিষয়টি ব্যক্তিগত ফেসবুক আইডি এবং নান্দাইল হেল্পলাইন গ্রুপে পোস্ট করার পরপরই নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তারের নজরে আসে।
পরিস্থিতি অনুধাবন করে তিনি দ্রুত ব্যবস্থা নেন এবং সংশ্লিষ্ট কর্মীদের পাঠিয়ে রাস্তার গর্ত সংস্কার করান। সরকারি প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে দুর্ঘটনার শঙ্কা দূর হয় এবং নিরাপদে চলাচলের সুযোগ সৃষ্টি হয়।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, ইউএনও’র তাৎক্ষণিক উদ্যোগে দুর্ঘটনার ভয় থেকে রক্ষা পেয়েছি। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরা সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন তারা।