1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালীতে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে বিনা ভোটে জয় পেতে প্রার্থীর ভাইকে মারধর, নমিনেশন ফরম ছিঁড়ে ফেলার অভিযোগ বাঘায় একই দিনে দুই গৃহবধূর মর্মান্তিক আত্মহত্যা, কারণ পারিবারিক কলহ শীতের আগমনে বাঘায় খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা ঝিনাইগাতীতে জমি ও টাকা-পয়সা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল এক নারীর — আহত ৬, আটক ১ বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. নজরুল ইসলাম খান রাজনের পথসভা ও গণসংযোগ নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্র আশরাফুলের — এলাকায় শোকের ছায়া গাজীপুরে প্রজেক্ট হেলথ-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা — মানবতার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছেন ডা. মোতাছিম বিল্লাহ আলম শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি আগুনে পুড়ে ছাই দিনমজুর কালামের ঘর, খোলা আকাশের নিচে পরিবার পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

রাণীনগরে বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ, ইউপি চেয়ারম্যান জাহিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে
নওগাঁর রাণীনগর উপজেলার পারইল উচ্চ বিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।
নওগাঁর রাণীনগর উপজেলার পারইল উচ্চ বিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলার পারইল উচ্চ বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, স্থানীয় পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ের নবনির্মিত একটি দোকানঘর ভাঙচুর করেছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ওই দিন সকালে চেয়ারম্যান জাহিদ প্রায় ১৫-২০ জন সহযোগী নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন এবং তাদের সহায়তায় দোকানঘর ভাঙচুর করেন। পরে বিদ্যালয়ের অন্যান্য স্থাপনাতেও হামলা চালানো হয়। স্থানীয়রা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা এগিয়ে গেলে তারা সেখান থেকে সরে যান।

বিদ্যালয়ের আয়া মোছা. রাবেয়া বসরী বলেন, “চেয়ারম্যানের নেতৃত্বে দোকানঘর ভাঙচুর হয়েছে। আমি ভিডিও করতে গেলে আমাকে গালিগালাজ করা হয় এবং আমার হাতে থাকা মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়। আমি এ ঘটনার বিচার চাই।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাহা অভিযোগ করেন, চেয়ারম্যান জাহিদ বিদ্যালয়ের সভাপতি হতে না পারায় ক্ষুব্ধ হয়ে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন। তিনি আরও জানান, গত ৮ সেপ্টেম্বর চেয়ারম্যান বিদ্যালয়ে এসে তাকে নানা হুমকি দেন। এ ঘটনায় থানায় জিডি করার পর বৃহস্পতিবার আবারও দোকানঘর ভাঙচুর করা হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত ও বিচারের আবেদন করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ সব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো ভাঙচুর করিনি। এসব অভিযোগ ভিত্তিহীন। তবে বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করায় আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছি।”

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ এখনো পাইনি। যদি অভিযোগ পাওয়া যায়, তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট