শেরপুর প্রতিনিধি:
গভীর শোকের সাথে জানাচ্ছি যে, শেরপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. রাশেদুজ্জামান রতন আর নেই। তিনি শেরপুর সদর উপজেলার ১নং কামারেরচর ইউনিয়নের ডুবারচর পণ্ডিতপাড়া গ্রামের কৃতি সন্তান এবং মরহুম বীর মুক্তিযোদ্ধা আবু-তালেব মিয়া (কালা মিয়া মাস্টার)-এর বড় ছেলে।
আজ শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাশেদুজ্জামান রতনের মৃত্যুতে সহকর্মী, রাজনৈতিক ও সামাজিক মহল গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানান। সবাই দোয়া করছেন যেন আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে এই অপূরণীয় শোক সইবার শক্তি দান করেন।
মরহুমের জানাজা নামাজ আগামীকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ডুবারচর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।