মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বকশীগঞ্জ পৌর শহরের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সাবেক এমপি মিল্লাত বলেন, যেদিন তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন থেকে বিএনপির জোয়ারে ভাসবে পুরো দেশ। তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত ভোটারদের ভোটের অধিকার আগামী নির্বাচনে নিশ্চিত করতে হবে। এজন্য নেতাকর্মীদের মাঠে নেমে জনগণের মন জয় করতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, জামায়াতের মহিলা সদস্যরা গ্রামে গ্রামে গিয়ে সাধারণ নারীদের বিভ্রান্ত করছে। বিএনপির কর্মীদের আরও বেশি করে মাঠে গিয়ে মানুষের আস্থা অর্জন করতে হবে। একইসঙ্গে বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক পরিবারকে বিনামূল্যে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
এসময় তিনি বকশীগঞ্জ উপজেলায় বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের অঙ্গীকারও করেন।
সভায় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার প্রমুখ।
কর্মী সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।