1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শীতের আগমনে বাঘায় খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা ঝিনাইগাতীতে জমি ও টাকা-পয়সা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল এক নারীর — আহত ৬, আটক ১ বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. নজরুল ইসলাম খান রাজনের পথসভা ও গণসংযোগ নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্র আশরাফুলের — এলাকায় শোকের ছায়া গাজীপুরে প্রজেক্ট হেলথ-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা — মানবতার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছেন ডা. মোতাছিম বিল্লাহ আলম শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি আগুনে পুড়ে ছাই দিনমজুর কালামের ঘর, খোলা আকাশের নিচে পরিবার পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: বকশীগঞ্জে কর্মী সমাবেশে এম রশিদুজ্জামান মিল্লাত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে বিএনপির কর্মী সমাবেশে বক্তব্য রাখছেন সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত
বকশীগঞ্জে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত।

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বকশীগঞ্জ পৌর শহরের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সাবেক এমপি মিল্লাত বলেন, যেদিন তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন থেকে বিএনপির জোয়ারে ভাসবে পুরো দেশ। তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত ভোটারদের ভোটের অধিকার আগামী নির্বাচনে নিশ্চিত করতে হবে। এজন্য নেতাকর্মীদের মাঠে নেমে জনগণের মন জয় করতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, জামায়াতের মহিলা সদস্যরা গ্রামে গ্রামে গিয়ে সাধারণ নারীদের বিভ্রান্ত করছে। বিএনপির কর্মীদের আরও বেশি করে মাঠে গিয়ে মানুষের আস্থা অর্জন করতে হবে। একইসঙ্গে বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক পরিবারকে বিনামূল্যে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

এসময় তিনি বকশীগঞ্জ উপজেলায় বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের অঙ্গীকারও করেন।

সভায় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার প্রমুখ।

কর্মী সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট