1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী বিভাগে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত ঝিনাইগাতীতে জমি বিরোধে সংঘর্ষ: বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট, নারীসহ আহত ৫ উসমান হাদী হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল দেশনায়ক তারেক রহমানের কাছে কমলনগর যুবদল নেতা মন্নানের খোলা চিঠি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্র-জনতার বিক্ষোভ কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি

নান্দাইলে অসহায় মিরাজ আলির মুখে হাসি ফুটলো প্রশাসনের উদ্যোগে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে
নান্দাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় মিরাজ আলির হাতে গরু তুলে দিচ্ছেন ইউএনও সারমিনা সাত্তার
নান্দাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় মিরাজ আলির হাতে গরু তুলে দিচ্ছেন ইউএনও সারমিনা সাত্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করছে নান্দাইল উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার অসহায় বাসিন্দা মিরাজ আলিকে একটি গরু প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার। মঙ্গলবার সকালে এ কার্যক্রমে উপজেলা সমাজসেবা অফিসার মিজানুল ইসলাম আকন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন মিরাজ আলি। কোনো উপায় না দেখে তিনি ভিক্ষাবৃত্তিকে জীবিকার মাধ্যম হিসেবে বেছে নিতে বাধ্য হন। তবে প্রশাসনের এ উদ্যোগ তার জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। গরু হাতে পেয়ে মিরাজ আলি জানান, তিনি আর কখনো ভিক্ষায় ফিরতে চান না। বরং গরু লালন-পালন করে নিজের ও পরিবারের জন্য স্থায়ী আয়ের পথ তৈরি করতে চান।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, “আমাদের লক্ষ্য হলো নান্দাইল থেকে ভিক্ষাবৃত্তি নির্মূল করা। শুধু মিরাজ আলি নয়, এ কর্মসূচির মাধ্যমে ধীরে ধীরে আরও অসহায় মানুষকে স্বাবলম্বী করে তোলা হবে। আমরা চাই—কেউ যেন আর ভিক্ষায় না যায়, বরং নিজস্ব কর্মসংস্থানের মাধ্যমে সম্মানের সঙ্গে জীবনযাপন করে।”

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সচেতন মহল মনে করেন, সমাজের বিত্তবানরা যদি সরকারি কার্যক্রমের পাশাপাশি এগিয়ে আসেন, তবে অচিরেই নান্দাইল থেকে ভিক্ষাবৃত্তি পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে। তারা বলেন, শুধু প্রশাসন নয়, সামাজিক উদ্যোগের মাধ্যমেই এ পরিবর্তন আরও দ্রুত সম্ভব।

অসহায় মিরাজ আলির হাতে একটি গরু তুলে দেওয়ার মধ্য দিয়ে যেমন তার জীবনে নতুন আশার আলো দেখা দিয়েছে, তেমনি প্রশাসনের এ কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়েছে। এ উদ্যোগ প্রমাণ করেছে, সহযোগিতা ও সদিচ্ছা থাকলে কোনো মানুষকে অসহায় হয়ে ভিক্ষাবৃত্তি করতে হয় না।

স্থানীয়রা বলছেন, গরু লালন-পালনের মাধ্যমে মিরাজ আলি যদি সফলভাবে স্বনির্ভর হতে পারেন, তবে তা অন্য অসহায় মানুষদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। কারণ এ ধরনের কর্মসূচি কেবল ব্যক্তির জীবন পরিবর্তন করে না, বরং গোটা সমাজকে দারিদ্র্য ও ভিক্ষাবৃত্তিমুক্ত করতে সহায়ক ভূমিকা রাখে।

সব মিলিয়ে, নান্দাইল উপজেলা প্রশাসনের এ উদ্যোগ শুধু এক অসহায় মানুষের জীবনে নয়, বরং সমাজের সামগ্রিক উন্নয়ন ও ইতিবাচক রূপান্তরের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট