মো: শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি :
“জনগণের আস্থা অর্জন করতে বিএনপি বদ্ধপরিকর। আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করাই আমাদের অন্যতম দায়িত্ব।” — বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২টায় উপজেলার পেয়ারপুর বাজারে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. রাজন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণকে আশার আলো দেখিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীনভাবে লড়াই করেছেন। আজ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে চলছে নতুন যুগের পথে, যেখানে সততা, তরুণ নেতৃত্ব এবং বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা হবে রাষ্ট্রগঠনের ভিত্তি।
তিনি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। তাহলেই গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল। ইনশাআল্লাহ।”
এ্যাড. রাজন আরও বলেন, দুর্নীতি ও অসদাচরণের দায়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। এতে বিএনপি সততার ব্যাপারে আন্তরিক প্রমাণিত হয়েছে। তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনসহ তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে বিএনপির নীতিমালার অঙ্গীকার তুলে ধরেন।
কবাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কুদ্দুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আব্দুল মালেক সিকদার, পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ঢাকা মহানগর যুবদলের সদস্য আব্দুস সালাম সিকদার, জেলা জাসাসের সাবেক সহ-সভাপতি শামসুজ্জামান টুটুল, পৌর যুবদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন মনির, পৌর ছাত্রদলের সদস্য সচিব কবির খান প্রমুখ।