1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. নজরুল ইসলাম খান রাজনের পথসভা ও গণসংযোগ নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্র আশরাফুলের — এলাকায় শোকের ছায়া গাজীপুরে প্রজেক্ট হেলথ-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা — মানবতার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছেন ডা. মোতাছিম বিল্লাহ আলম শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি আগুনে পুড়ে ছাই দিনমজুর কালামের ঘর, খোলা আকাশের নিচে পরিবার পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ

পা দিয়ে রাজনীতি হয় না, রাজনীতি হয় মেধা ও প্রতিভা দিয়ে : হাসান উদ্দিন সরকার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে
গাজীপুর-৬ আসনে নির্বাচনী প্রচার ও মতবিনিময় সভায় হাসান উদ্দিন সরকার সাংবাদিকদের সঙ্গে বক্তব্য দিচ্ছেন
বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, “রাজনীতি হয় মেধা ও প্রতিভা দিয়ে, পা দিয়ে নয়।”

আশিকুর রহমান, গাজীপুর:
বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, “পা দিয়ে রাজনীতি হয় না, রাজনীতি হয় মেধা ও প্রতিভা দিয়ে।” চিকিৎসার ফলে তার পায়ের অবস্থা আগের চেয়ে ভালো বলে জানান তিনি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

২০১৮ সালের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আরও খারাপ শারীরিক অবস্থায় অংশগ্রহণ করেছিলেন বলে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, জনগণের সমর্থন পেলেও সরকার তার বিজয় ছিনিয়ে নিয়েছিল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে নবগঠিত গাজীপুর-৬ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেন, এটি হবে তার শেষ নির্বাচন। অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ চান তিনি। তার দাবি, দল মনোনয়ন দিলে দল বঞ্চিত হবে না; বরং মনোনয়ন না দিলে এলাকাবাসী বঞ্চিত হবে।

বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের দমন-নিপীড়নের কথা তুলে ধরে তিনি বলেন, এখন তারা মুক্তভাবে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন, এজন্য অনেকেই মনোনয়ন প্রত্যাশী হয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেন, “এবারের নির্বাচন অত্যন্ত কঠিন হবে। বিএনপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে।”

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে হাসান উদ্দিন সরকার বলেন, “তিনি এখন অত্যন্ত চিন্তাশীলভাবে দলকে এগিয়ে নিচ্ছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হলেও তিনি দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই গণজাগরণ সৃষ্টি হবে।”

মনোনয়ন পেলে দলের জন্য মন-প্রাণ দিয়ে কাজ করার অঙ্গীকার জানিয়ে তিনি আরও বলেন, নির্যাতিত ও ত্যাগী নেতাদের যথাযথ সম্মান ও পুরস্কৃত করা হবে।

মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেন, সীমান্ত ঘিরে ফেনসিডিল ও ইয়াবার কারখানা গড়ে তোলা হয়েছে তরুণ সমাজকে ধ্বংস করার জন্য। তিনি বলেন, “তরুণ সমাজ জাতির হাতিয়ার। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলনে তারা সামনের কাতারে ছিল। আজ তাদের ধ্বংস করার অপচেষ্টা চলছে। এজন্য দরকার একটি নির্বাচিত সরকার।”

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপি নেতা মো. বাবর আলী এবং সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার।
এছাড়া মহানগর তাঁতী দলের সভাপতি তাজুল ইসলাম বেপারি, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমন, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান আতিক, ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন খোকন, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন এবং বিএনপি নেতা অমিত দাসসহ অন্যরা বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট