আশিকুর রহমান, গাজীপুর:
বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, “পা দিয়ে রাজনীতি হয় না, রাজনীতি হয় মেধা ও প্রতিভা দিয়ে।” চিকিৎসার ফলে তার পায়ের অবস্থা আগের চেয়ে ভালো বলে জানান তিনি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
২০১৮ সালের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আরও খারাপ শারীরিক অবস্থায় অংশগ্রহণ করেছিলেন বলে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, জনগণের সমর্থন পেলেও সরকার তার বিজয় ছিনিয়ে নিয়েছিল।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে নবগঠিত গাজীপুর-৬ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেন, এটি হবে তার শেষ নির্বাচন। অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ চান তিনি। তার দাবি, দল মনোনয়ন দিলে দল বঞ্চিত হবে না; বরং মনোনয়ন না দিলে এলাকাবাসী বঞ্চিত হবে।
বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের দমন-নিপীড়নের কথা তুলে ধরে তিনি বলেন, এখন তারা মুক্তভাবে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন, এজন্য অনেকেই মনোনয়ন প্রত্যাশী হয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেন, “এবারের নির্বাচন অত্যন্ত কঠিন হবে। বিএনপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে।”
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে হাসান উদ্দিন সরকার বলেন, “তিনি এখন অত্যন্ত চিন্তাশীলভাবে দলকে এগিয়ে নিচ্ছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হলেও তিনি দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই গণজাগরণ সৃষ্টি হবে।”
মনোনয়ন পেলে দলের জন্য মন-প্রাণ দিয়ে কাজ করার অঙ্গীকার জানিয়ে তিনি আরও বলেন, নির্যাতিত ও ত্যাগী নেতাদের যথাযথ সম্মান ও পুরস্কৃত করা হবে।
মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেন, সীমান্ত ঘিরে ফেনসিডিল ও ইয়াবার কারখানা গড়ে তোলা হয়েছে তরুণ সমাজকে ধ্বংস করার জন্য। তিনি বলেন, “তরুণ সমাজ জাতির হাতিয়ার। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলনে তারা সামনের কাতারে ছিল। আজ তাদের ধ্বংস করার অপচেষ্টা চলছে। এজন্য দরকার একটি নির্বাচিত সরকার।”
সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপি নেতা মো. বাবর আলী এবং সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার।
এছাড়া মহানগর তাঁতী দলের সভাপতি তাজুল ইসলাম বেপারি, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমন, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান আতিক, ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন খোকন, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন এবং বিএনপি নেতা অমিত দাসসহ অন্যরা বক্তব্য রাখেন।