রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। শনিবার রাতে সিপিসি-২, র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি টহল দল উপজেলার হাসপাতাল গেট এলাকায় এ অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামের ফাহাদ আলীর ছেলে সোহেল রানা (৩৮) এবং আনোয়ার হোসেনের ছেলে সোহাগ (২৫)। বিষয়টি র্যাব-৫ নাটোর ক্যাম্প নিশ্চিত করেছে।
র্যাব জানায়, টহল দলের সদস্যরা রাণীনগর বাজারে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান যে দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে হাসপাতাল গেট এলাকায় অবস্থান করছে। খবরের ভিত্তিতে রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার দু’জনের বিরুদ্ধে রাণীনগর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, গ্রেফতারকৃতদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।