
আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩১ দফা রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে মধুপুর উপজেলার গোলাবাড়ীতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে রবিবার বিকেলে দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
দুপুর হতেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহকারে নেতাকর্মীরা সভাস্থলে সমবেত হতে থাকে। বিকেলের মধ্যেই জনসভাটি এক জনসমুদ্রে পরিণত হয় এবং অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ওয়ার্ড পর্যায়ে জনসভা লোকে লোকারণ্য হয়ে ওঠে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী বলেন, “মধুপুর-ধনবাড়ী আসনে জনসাধারণ চায় স্থানীয় মানুষকে বিএনপি’র এমপি হিসেবে নির্বাচিত হতে। বিগত সময়ে নানা জেল, জুলুম-অত্যাচারসহ মামলার আসামী হয়ে জনগণের পাশে থেকেছি। দলীয়ভাবে আমাকে মনোনয়ন দিলে নির্বাচিত হলে মধুপুর-ধনবাড়ীর সকল সময় নানা উন্নয়নে পাশে থাকব, ইনশাআল্লাহ। বিএনপি’র ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে এলাকার জনগণকে সাথে নিয়ে কাজ চালিয়ে যাব।”
গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান লিটনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য আজহারুল ইসলাম মুক্তার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু, মধুপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিনজুর রহমান নান্নু। এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।