1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. নজরুল ইসলাম খান রাজনের পথসভা ও গণসংযোগ নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্র আশরাফুলের — এলাকায় শোকের ছায়া গাজীপুরে প্রজেক্ট হেলথ-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা — মানবতার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছেন ডা. মোতাছিম বিল্লাহ আলম শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি আগুনে পুড়ে ছাই দিনমজুর কালামের ঘর, খোলা আকাশের নিচে পরিবার পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ

নবীনদের প্রাণচাঞ্চল্যে মুখর বাকেরগঞ্জ জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জ জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত।
বাকেরগঞ্জ জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ উপলক্ষে ফুল দিয়ে বরণ ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত ক্যাম্পাস।

বাকেরগঞ্জ প্রতিনিধি :

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাকেরগঞ্জ জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ, অতিথিদের শুভেচ্ছা বিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ গৌর চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান এবং কলেজ গভর্নিং বডির দাতা সদস্য জহিরুল ইসলাম মোল্লা প্রমুখ।

দাতা সদস্য জহিরুল ইসলাম মোল্লা তার বক্তব্যে বলেন, “দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যেই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। ভর্তি থেকে ফরম পূরণ পর্যন্ত সবকিছুই এখানে অবৈতনিকভাবে করা হয়। শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও ইউনিফর্ম দেওয়া হয়, এমনকি যাতায়াতের সুবিধার্থে সাইকেলও প্রদান করা হয়।” তিনি আরও জানান, প্রতি বছর শতভাগ পাশের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শিক্ষার্থীরা সাফল্য অর্জন করছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “১৬ থেকে ১৮ বছর বয়স জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এখনই লক্ষ্য নির্ধারণ করতে হবে। সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব।”

তিনি মেয়েদের সতর্ক করে বলেন, “কোনও প্রলোভনে যেন প্রতারণার শিকার না হয়। দেশে অনেক মেয়েরা পাচারের শিকার হচ্ছে, তাই সবার সচেতন থাকা জরুরি।” আর ছেলেদের উদ্দেশে তিনি মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন।

আলোচনা, দোয়া মাহফিল, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শেষ হয়। দিনভর নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। বাকেরগঞ্জ জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট