মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার :
নোয়াখালীর চাটখিল থানার পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরদিন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার সাহাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন আলম তার একমাত্র ছেলে সাইফুল ইসলাম কর্তৃক মা ও স্ত্রীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে আদালত আসামি আলমগীর হোসেন ভূঁইয়া ও তার স্ত্রী মাহমুদা বেগমসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এ মামলায় পুলিশ আলমগীর হোসেন ভূঁইয়া (৫৩) এবং তার স্ত্রী মাহমুদা বেগমকে গ্রেফতার করে।
অন্যদিকে রামনারায়নপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামে অভিযান চালিয়ে সিআর-১৫২/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি আলো রানী নাথকে গ্রেফতার করে পুলিশ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “গ্রেফতারকৃত আসামিদের শুক্রবার দুপুরে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।