1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

পাঁচবিবিতে সাংবাদিক ও ল্যাব সহকারীকে হামলার প্রতিবাদে মানববন্ধন, প্রধান আসামীর গ্রেফতার ও বিচারের দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে
পাঁচবিবিতে সাংবাদিক ও ল্যাব সহকারীকে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত, প্রধান আসামীর গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।
পাঁচবিবিতে সাংবাদিক ও ল্যাব সহকারীকে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত, প্রধান আসামীর গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের পাঁচবিবিতে রতনপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর ও পৌর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাইদার ইসলামের উপর হামলার প্রধান আসামী শফিকুল মেম্বারসহ জড়িতদের গ্রেফতার এবং সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাঁচবিবি পৌর প্রেসক্লাবের আয়োজনে পৌর শহরের পাঁচ মাথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পৌর প্রেসক্লাব, পাঁচবিবি প্রেসক্লাব এবং মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ অংশ নেন।

পৌর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি প্রভাষক আহসান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, আহত সাইদার ইসলাম, মোহনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আকতার হোসেন বকুল, পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল, মডেল প্রেসক্লাবের বদরোদ্দোজা সবুজ, দৈনিক প্রভাতের জেলা প্রতিনিধি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, মূল আসামী শফিকুল মেম্বারকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামীরা ভুক্তভোগী পরিবারকে হুমকি-ধামকি দিচ্ছে, যার ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বক্তারা অবিলম্বে শফিকুল মেম্বারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরঞ্জী ইউপি সদস্য শফিকুল নানা ভাবে সাইদার ইসলামের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবী করছিলেন। চাঁদা না দিলে তাকে হাত-পা ভেঙ্গে দেওয়ার হুমকি দিতেন এবং বিদ্যালয়ে যেতে দেয়া হতো না। ১৫ সেপ্টেম্বর শফিকুল মেম্বার ও তার ছেলে রাকিবসহ ৪–৫ জন বিদ্যালয় চলাকালে রড ও লাঠি দিয়ে হামলা চালায়। আহত সাইদারকে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) তুহিন রেজা এবং থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় শফিকুল মেম্বারের ছেলে রাকিবকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট