1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. নজরুল ইসলাম খান রাজনের পথসভা ও গণসংযোগ নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্র আশরাফুলের — এলাকায় শোকের ছায়া গাজীপুরে প্রজেক্ট হেলথ-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা — মানবতার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছেন ডা. মোতাছিম বিল্লাহ আলম শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি আগুনে পুড়ে ছাই দিনমজুর কালামের ঘর, খোলা আকাশের নিচে পরিবার পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ

রংপুরে সাংবাদিক নির্যাতন মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে ‘মিট দ্যা পুলিশ কমিশনার’ কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
রংপুরে সাংবাদিক নির্যাতন মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিক সমাজের মিট দ্যা পুলিশ কমিশনার কর্মসূচি পালন
রংপুরে সাংবাদিক নির্যাতন মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিক সমাজের মিট দ্যা পুলিশ কমিশনার কর্মসূচি পালন

শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার

সংবাদ প্রকাশের জেরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ, নির্যাতন ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রংপুরে গণমাধ্যমকর্মীরা ‘মিট দ্যা পুলিশ কমিশনার’ কর্মসূচি পালন করেছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পুলিশ কমিশনার কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক নেতারা অভিযোগ করেন, ঘটনার আট দিন অতিবাহিত হলেও মাত্র দুইজনকে গ্রেফতার করা হয়েছে। চারজনকে সাময়িক বদলি করা হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা ৭ দিনের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কর্মসূচিতে রংপুর সাংবাদিক ইউনিয়ন, রংপুর সিটি প্রেসক্লাব, রংপুর প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

এসময় পুলিশ কমিশনার মো. মজিদ আলী সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, “সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলের সাথে যা ঘটেছে তা মোটেও কাম্য নয়। জড়িতদের গ্রেফতারের পাশাপাশি অভিযোগপত্র দাখিলের প্রক্রিয়া চলছে। ভবিষ্যতে যেন কেউ সাংবাদিকদের উপর এ ধরনের ধৃষ্টতা দেখাতে না পারে, সে লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে রংপুর সিটি করপোরেশনে নিয়ে নির্যাতন করা হয়। পরে সাংবাদিকদের উপস্থিতিতে সিটি করপোরেশনের একদল কর্মকর্তা-কর্মচারী সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বাদলসহ সাংবাদিক সমাজ মামলা দায়ের করে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট