মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
ময়মনসিংহ-শেরপুর সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বড় সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর বিশেষ অভিযানে ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় মদ, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
৩৯ বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী মেকেরকান্দা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চোরাকারবারীদের ধাওয়া করলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ, ৫টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ৪০,৪৩০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃত চোরাচালানী মালামালের মোট সিজার মূল্য ধরা হয়েছে ১৩ লাখ ১৮ হাজার ৯৩০ টাকা।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।