1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. নজরুল ইসলাম খান রাজনের পথসভা ও গণসংযোগ নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্র আশরাফুলের — এলাকায় শোকের ছায়া গাজীপুরে প্রজেক্ট হেলথ-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা — মানবতার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছেন ডা. মোতাছিম বিল্লাহ আলম শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি আগুনে পুড়ে ছাই দিনমজুর কালামের ঘর, খোলা আকাশের নিচে পরিবার পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ

বাকেরগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর বাদল, দোয়া ও সমর্থন কামনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর শিকদার বাদল, সবার দোয়া ও সমর্থন কামনা করছেন।
বাকেরগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর শিকদার বাদল, সবার দোয়া ও সমর্থন কামনা করছেন।

শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের বাকেরগঞ্জ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন দুধল ইউনিয়নের কৃতী সন্তান ও দুধল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম আয়েন আলী সিকদারের সুযোগ্য উত্তরসূরী আবু জাফর শিকদার (বাদল)। তিনি নির্বাচনে অংশ নিতে এলাকার জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

প্রচার বিমুখ এই রাজনৈতিক ব্যক্তিত্ব শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৮৮ সালে ছাত্র অবস্থায় দলের মিছিল-সমাবেশে অংশগ্রহণ শুরু করেন তিনি। ১৯৮৯ সালে কাউনিয়া ১নং ইউনিট ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং একই বছর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে একাদশ শ্রেণিতে পড়াকালীন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন।

পরবর্তীতে বিএম কলেজে আহ্বায়ক কমিটির সদস্য এবং ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে জিএস পদে নির্বাচিত হয়ে ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। দল ক্ষমতার বাইরে গেলে নানা প্রতিকূলতা মোকাবিলা করেও তিনি দলের জন্য কাজ চালিয়ে যান। এর স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য পদে দায়িত্ব পান।

বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন (২০২০ সাল থেকে)। সম্প্রতি তিনি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ভিশন বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণায় অংশ নিয়ে এলাকায় নতুনভাবে আলোচনায় আসেন।

শিক্ষাজীবনে তিনি ১৯৮৯ সালে বরিশাল আর্কফোড মিশনারি স্কুল থেকে এসএসসি, ১৯৯৪ সালে বরিশাল ইসলামিয়া কলেজ থেকে এইচএসসি, ২০০০ সালে বরিশাল বিএম কলেজ থেকে দর্শনে অনার্স এবং ২০০৪ সালে একই কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। পাশাপাশি তিনি বয়েজ স্কাউট ও রোভার স্কাউটের সঙ্গেও যুক্ত ছিলেন।

পেশায় তিনি একজন প্রথম শ্রেণির ঠিকাদার এবং একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত। উপজেলা বাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে তিনি আসন্ন নির্বাচনে সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট