গাজীপুর প্রতিনিধি: আশিকুর রহমান
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব ও পশ্চিমের আটটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে সরকার জাবেদ আহমেদ সুমন উপস্থিত ধর্মপ্রাণদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একসঙ্গে বসবাস করবে—এটাই বিএনপির মূল অঙ্গীকার। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই যেন সমান অধিকার ভোগ করতে পারে এবং সমাজে সম্প্রীতির ধারা অব্যাহত থাকে, সেই লক্ষ্যেই আমাদের দল কাজ করছে।”
তিনি আরও জানান, পূর্বে বর্তমান টঙ্গী পূজামণ্ডপটি আব্দুল্লাহপুর তুরাগ নদীর দক্ষিণ পাশে অবস্থিত ছিল। তার ভাই ও গাজীপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহানশাহ আলম এটি টঙ্গীর উত্তর পাশে স্থানান্তর করেছিলেন। সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, “আমাদের পরিবার সবসময় আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপি ও এর অঙ্গসংগঠন নেতাকর্মীরা দুর্গাপূজা উদযাপন কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবে।”
শুভেচ্ছা বার্তায় তিনি দেশের হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেন, “বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের কিছু লোক হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিএনপি সম্পর্কে মিথ্যা গুজব ছড়িয়ে দিয়েছিল। এটি সম্পূর্ণ ভুল। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন—‘ধর্ম যার যার, দেশ সবার’। আমরা সবাই এই দেশের নাগরিক। হিন্দু-মুসলমান সুখে-দুঃখে একসাথে ছিলাম, আছি এবং থাকব। আমরা কেউ কারও শত্রু নই, সবাই একে অপরের মিত্র।”
সরকার জাবেদ আহমেদ সুমন সনাতন ধর্মাবলম্বী জনগণের প্রতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে ইঙ্গিত করে বলেন, “দল যদি আমাকে নবগঠিত গাজীপুর-৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় বা যাকেই দেয়—আমরা সবাই মিলে তাকে বিজয়ী করব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এসময় তিনি গাজীপুরবাসী এবং সনাতন ধর্মাবলম্বী সকলকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।