শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার
রংপুরে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের সুমি কমিউনিটি সেন্টারে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও ডেল্টা টাইমসের জেলা প্রতিনিধি রবিন চৌধুরী রাসেল, বাংলাদেশ প্রেসক্লাবের বিভাগীয় সাধারণ সম্পাদক ও দৈনিক জয়সাগর পত্রিকার ব্যুরো প্রধান এনামুল হক স্বাধীন, নবচেতনা রংপুর জেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরিফা বেগম শিউলী, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের সমন্বয়ক এসএম জাকির হোসাইন, দৈনিক দাবানল পত্রিকার সহকারী বার্তা সম্পাদক মাসুদুর রহমান রাজ, রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক ও একুশে সংবাদ জেলা প্রতিনিধি সাকিব উদ্দিন, ৭১ সংবাদ ডটকমের সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, দৈনিক গণআলো পত্রিকার আখতারুজ্জামান, ডেইলি প্রেজেন্ট টাইমসের জেলা প্রতিনিধি আল শাহারিয়ার জিম, দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি নুরুজ্জামানসহ স্থানীয় সাংবাদিকরা।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়ে গেছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হলে তথ্য সংগ্রহে সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখা জরুরি। অনেক সময় সংবাদকর্মীদের কাজে গেলে অযথা বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়, যা এড়িয়ে চলতে হবে।
শেষে অতিথিরা ডেল্টা টাইমস পত্রিকার সাফল্য কামনা করেন এবং আগামীর পথচলায় আরও দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।