আবুল হাশেম
রাজশাহী ব্যুরো
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর বাঘা ও আড়ানির বিভিন্ন পূজা মণ্ডপে আমেরিকা প্রবাসী ও সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মিঠুর পক্ষ থেকে শুভেচ্ছা ও অনুদান প্রদান করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মণ্ডপ পরিদর্শন করেন আমিনুল ইসলাম মিঠুর পিতা, অবসরপ্রাপ্ত আর্মি ওয়ারেন্ট অফিসার হামিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপি’র সেক্রেটারি জাম্বার, যুবদলের সাধারণ সম্পাদক মামুন, ৬ নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ রসুলসহ স্থানীয় নেতা-কর্মীরা।
অনুদান ও শুভেচ্ছা বিতরণের পাশাপাশি মণ্ডপে উপস্থিত ছোট্ট শিশুদের জন্য মিষ্টিমুখের আয়োজন করা হয়। শিশুদের হাতে আমিনুল ইসলাম মিঠুর পক্ষ থেকে চকলেট বিতরণ করা হয়, যা উপস্থিতদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি করে।
স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের নেতারা আমিনুল ইসলাম মিঠুর এই উদ্যোগকে আন্তঃসম্প্রীতি ও সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।