নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল থেকে জামতলা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। এতে নান্দাইল সদরে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছিল এলাকাবাসী। অবশেষে শুক্রবার (৩ অক্টোবর) স্থানীয় স্বেচ্ছাসেবীরা নিজ উদ্যোগে রাস্তার গর্তগুলো ইট ও খোয়া ফেলে সংস্কার করে চলাচলের উপযোগী করে দেন।
রাস্তা সংস্কার কাজে অংশ নেওয়া বইপড়া আন্দোলন নান্দাইলের সম্পাদক ফাইজুল ইসলাম বলেন, “বৃষ্টির কারণে রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছিল। প্রতিদিন হাজারো মানুষ নান্দাইল থেকে কিশোরগঞ্জ সদরে যাওয়ার শর্টকাট হিসেবে এই সড়ক ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় থাকায় যানবাহন চলাচল করতে খুবই কষ্ট হতো। তাই আমরা স্বেচ্ছাসেবীরা উদ্যোগ নিই।”
স্থানীয় স্বেচ্ছাসেবী আশিকুর রহমান রাসেল বলেন, “প্রতেকেই যদি নিজ বাড়ির সামনের রাস্তায় জমে থাকা পানি অপসারণের উদ্যোগ নেন, তবে বর্ষায় রাস্তাঘাট অনেক কম ক্ষতিগ্রস্ত হবে।”
কনটেন্ট ক্রিয়েটর রাজিব বলেন, “নিজ নিজ এলাকার রাস্তায় পানি জমে থাকা ঠেকাতে সচেতন হলে রাস্তা দীর্ঘদিন টেকসই থাকবে। আমরা চাই সবাই এই সচেতনতায় অংশ নিক।”
রাস্তা সংস্কারের এই উদ্যোগে আরও অংশ নেন স্বেচ্ছাসেবী আশিক মাহমুদ, জসিম, রাসেল, একলাছ, জিহাদ, রফিক, আকিব, ইয়াসিন, রাকিব, নজরুল ইসলাম, জিসানসহ আরও অনেকে।