বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
একসময়ের তুখর ছাত্রনেতা, বরিশাল মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং বর্তমান বিএনপির নিবেদিতপ্রাণ নেতা আবু জাফর সিকদার বাদল বলেছেন, “জাতীয়তাবাদী দল বিএনপি এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক সংগঠন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং দেশনায়ক তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আগামী প্রজন্মের জন্য সন্ত্রাস, চাঁদাবাজি ও দুঃশাসনমুক্ত এক সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
শনিবার (৪ অক্টোবর) বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
দুধল ইউনিয়নের কৃতী সন্তান এবং দুধল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম আয়েন আলী সিকদারের সুযোগ্য উত্তরসূরী আবু জাফর শিকদার (বাদল) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে কাজ করছেন। তিনি দলীয় মনোনয়ন লাভের আশায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
প্রচারবিমুখ এই নেতা ১৯৮৮ সাল থেকেই ছাত্র রাজনীতিতে যুক্ত, এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ৮৯ সনে কাউনিয়া ১নং ইউনিট ছাত্রদলের সাধারণ সম্পাদক, পরে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদলের সভাপতি, এরপর বরিশাল বিএম কলেজ আহ্বায়ক কমিটির সদস্য ও পরবর্তীতে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০২ সালে কলেজ সংসদের জিএস নির্বাচিত হওয়ার পর থেকে ২০১১ সাল পর্যন্ত বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক প্রতিকূল সময়েও তিনি দলের প্রতি অটল ছিলেন। তার ধারাবাহিক রাজনৈতিক কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এবং ২০২০ সালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।
আবু জাফর বাদল বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ভিশন জনগণের মাঝে তুলে ধরছেন। এ লক্ষ্যেই তিনি নিজ উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন।
তিনি বলেন, “বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। আমি মনোনয়ন প্রত্যাশী হলেও দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনীত করবে। তবে মনোনয়ন না পেলেও আমি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দলের জন্য কাজ করে যাব—ইনশাআল্লাহ। ”গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তার সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।