নিজস্ব প্রতিনিধি:
ওল্ড রাজশাহী ল্যাবরেটরিয়ান্স সোসাইটি’র বার্ষিক সাধারণ সভা ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
৯ জুন (সোমবার) বিকেল ৫:৩০টায় রাজশাহী গভ. ল্যাবরেটরি হাই স্কুলের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি সুলতান চাগতাই। বিশেষ আসনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. শেখ মো. নুরুল্লাহ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, শোক প্রস্তাব ও দোয়া পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যা পরিচালনা করেন রোটারিয়ান ডা. মো. হেমায়েতুল ইসলাম।
সাধারণ সম্পাদক ডা. মো. হাবিবুল ইসলাম বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
কোষাধ্যক্ষ আরিফ আহমেদ চৌধুরী ২০২৪-২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব ও ২০২৫-২৬ অর্থবছরের প্রাক্কলিত বাজেট সভায় উপস্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভার সার্বিক পরিচালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান ও মিজানুর রহমান কাজী।