রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগর উপজেলায় ৬৪ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে গভীর রাতে ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন দেবনাথ (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।
রবিবার (৫ অক্টোবর) রাতে রাণীনগর থানায় তিনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত লিটন দেবনাথ উপজেলার ত্রিমোহনী এলাকার চকাদিন হিন্দুপাড়া গ্রামের দীনেশ চন্দ্র দেবনাথের ছেলে। ধর্ষণের ঘটনাটি ঘটেছে গত ২ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওইদিন রাতে বৃদ্ধা নারী তার নিজ ঘরে একা ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে লিটন দেবনাথ কৌশলে ঘরে প্রবেশ করে। বৃদ্ধা তাকে চিনে ফেললে মুখে কাপড় গুঁজে দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগী নারী বিষয়টি থানায় জানান এবং মামলা দায়ের করেন।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, এই জঘন্য ঘটনার পর বৃদ্ধা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন। তারা দ্রুত ধর্ষককে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, “ওই বৃদ্ধা নারী বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। ভিকটিমকে সোমবার ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”