আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) রাতে উপজেলার নন্নী উত্তরবন (কন্যাডুবি) ঈদগাহ মাঠে ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নন্নী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মিজানুর রহমান এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা হুমায়ুন কবির।
পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াত সভাপতি মাওলানা আফসার উদ্দিন, জামায়াতে ইসলামীর মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমেন, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আবু সিনা, এবং নন্নী ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাফেজ আরিফুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী গোলাম কিবরিয়া।
তিনি তার বক্তব্যে বলেন,
“জনগণের ভালোবাসা ও সমর্থনই আমাদের মূল শক্তি। উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমরা বদ্ধপরিকর।”
সভায় বিভিন্ন স্তরের স্থানীয় নেতা-কর্মী ও বিপুল সংখ্যক সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।