1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ ইসলামপুরে বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণে বাধা, হত্যা-লুটপাটের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ পরানপুরে চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সিংবাহুড়া তরুণ সংঘের জয়ধ্বনি পরিত্যক্ত ভবনে পাগলীর কোলজুড়ে নতুন জীবন, নেই বাবার পরিচয় — মানবিক সহায়তার আহ্বান শেরপুরে সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু: উত্তেজিত জনতা এভারকেয়ার হাসপাতাল ঘেরাও, চিকিৎসকের অবহেলা অভিযোগ

ঐক্যের প্রতীক বরেন্দ্র প্রেসক্লাব: নবনির্বাচিত সাংবাদিকদের সংবর্ধনায় ইউএনও ফয়সাল আহমেদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ীতে বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করছেন ইউএনও ফয়সাল আহমেদ ও অতিথিবৃন্দ।
রাজশাহীর গোদাগাড়ীতে বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করছেন ইউএনও ফয়সাল আহমেদ ও অতিথিবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার সরমংলা ইকো পার্কে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় সাংবাদিক জনকণ্ঠের গোদাগাড়ী প্রতিনিধি অলিউল্লাহ ও উপচার পত্রিকার মফস্বল সম্পাদক সারোয়ার সবুজ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। নবনির্বাচিত সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন—

“সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও সম্মানজনক পেশা। সমাজের ভালো-মন্দ, উন্নয়ন-অবিচার—সব কিছুই সাংবাদিকের লেখনিতে ফুটে ওঠে। তাই সাংবাদিকদের কাজ হতে হবে সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও ইতিবাচক। প্রশাসন সবসময় সাংবাদিকদের পাশে থাকবে।”

তিনি আরও বলেন,

“রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ঐক্যের প্রতীক। এই ঐক্য ধরে রেখে আপনাদের কলমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। বরেন্দ্র প্রেসক্লাব ইতিমধ্যে উন্নয়ন সাংবাদিকতার মাধ্যমে সমাজ পরিবর্তনের অংশ হয়ে উঠেছে, যা প্রশংসনীয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —

  • গোগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হজরত আলী,

  • সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আশরাফ মল্লিক,

  • বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম,

  • রাজশাহী জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ বাবলু।

তাঁরা নবনির্বাচিত প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন—

“সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করলে জনগণের আস্থা অর্জন করা যায়। বরেন্দ্র প্রেসক্লাবের সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশন করছেন না, বরং স্থানীয় সমস্যা ও উন্নয়ন ইস্যুগুলো তুলে ধরে প্রশাসনকে সচেতন করছেন।”

হজরত আলী বলেন,

“বরেন্দ্র প্রেসক্লাব রাজশাহীসহ উত্তরাঞ্চলের সাংবাদিকদের জন্য এক অনন্য প্ল্যাটফর্ম। গণমানুষের কণ্ঠস্বর হিসেবে তারা ইতিমধ্যেই আস্থা অর্জন করেছে। আগামী দিনে এই ক্লাব হবে ন্যায়ের ও সত্যের বলিষ্ঠ কণ্ঠস্বর।”

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন —
সভাপতি রেজাউল করিম,
সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মণ্ডল,
সাধারণ সম্পাদক শামসুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন,
কোষাধ্যক্ষ মামুনুর রশীদ,
দপ্তর সম্পাদক নিহাল খান,
প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক,
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন,
নির্বাহী সদস্য আক্তার হোসেন হিরা, মাসুদ পারভেজ ও মশিউর রহমানসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ফুল দিয়ে নবনির্বাচিত নেতাদের বরণ করে নেন।

অনুষ্ঠানের শেষে ছিল মধ্যাহ্নভোজ ও সৌহার্দ্যপূর্ণ আড্ডা, যেখানে সাংবাদিক, অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ একে অপরের সঙ্গে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট