আশিকুর রহমান, গাজীপুর:
দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার নিয়ে বিএনপির ঘোষিত ১৮০ দিনের রূপকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দলটির নেতারা। এ লক্ষ্য সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে ছাত্রদলের উদ্যোগে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিফাত রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর–৬ আসনের মনোনয়নপ্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার।
সমাবেশ পরিচালনা করেন টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব সিকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মারজুক আলামিন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন, গাছা থানা ছাত্রদলের ইমন প্রধান, কাজী আজিম উদ্দিন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক তোহা চৌধুরী, টঙ্গী কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলাউদ্দিন সুমন, সাহাজউদ্দিন কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত, এবং অন্যান্য নেতৃবৃন্দ মেহেদী হাসান প্রান্ত, শান্ত ইসলাম, দেলোয়ার হোসেন জীম, কাজী জুনায়েদ ফরাজি, আলামিন ইসলাম ও ফাইজুল ইসলাম মারুফ প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি ঘোষিত ১৮০ দিনের রূপকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে একটি জনবান্ধব, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী সরকার প্রতিষ্ঠা করা হবে। তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান ও উদ্ভাবনের সুযোগ সৃষ্টি হবে, যা ভবিষ্যৎ উন্নয়নকে গতিশীল করবে।
তারা আরও বলেন, ছাত্র–যুবকদের মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে বিএনপি “নতুন বাংলাদেশ” গড়ার পথ তৈরি করবে।
অর্থনীতি: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি।
শিক্ষা: শিক্ষকদের মর্যাদা ও সুবিধা বৃদ্ধি, ইন্টার্নশিপ ও অ্যাপ্রেন্টিসশিপ চালু, “ইনোভেশন গ্রান্ট” প্রবর্তন।
স্বাস্থ্য ও পানি: টিকা কার্যক্রমে জোরদার উদ্যোগ, নিরাপদ পানি সরবরাহ, বৃষ্টির পানি সংরক্ষণ।
নারীর ক্ষমতায়ন: দরিদ্র নারীদের ‘ফ্যামিলি কার্ড’, ইউনিয়ন পর্যায়ে নারী সাপোর্ট সেল।
কৃষি: ‘ফার্মার্স কার্ড’, হিমাগার নির্মাণ, বাজার ব্যবস্থাপনায় সরকারি সহায়তা।
প্রযুক্তি ও শিল্প: ফ্রিল্যান্সিং উৎসাহ, শিল্পপার্ক সম্প্রসারণ, ২৫–৩০ কোটি গাছ রোপণের উদ্যোগ।
আইন-শৃঙ্খলা: অপরাধ দমনে জিরো টলারেন্স, দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি।
বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় এলে সুশাসন, মানবাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে আধুনিক, সমৃদ্ধ ও তরুণবান্ধব রাষ্ট্র গঠন করবে।