নিজস্ব প্রতিবেদক, রাণীনগর (নওগাঁ):
নওগাঁর রাণীনগর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও দুই সহকারী শিক্ষা কর্মকর্তাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার উপজেলার প্রাথমিক শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সূর্য্য কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মনিরুজ্জামান। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা অংশ নেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাদিরউজ্জামান, যিনি বগুড়ার সন্তান, পদোন্নতি পেয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়ন পেয়েছেন। সহকারী শিক্ষা কর্মকর্তা এস. এম. আবু রায়হান বদলি হয়েছেন মহাদেবপুর উপজেলায়, আর জয়ন্ত কুমার সরকার বদলি হয়েছেন বদলগাছী উপজেলায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে।
শিক্ষকদের অভিমত, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাদিরউজ্জামানের নেতৃত্বে শিক্ষা অফিসে শৃঙ্খলা ও স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর নেতৃত্বে টিমওয়ার্কের মাধ্যমে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়মুখী হয়েছেন। পাশাপাশি শিক্ষা অফিসকে দালালমুক্ত করতে এ টিম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শিক্ষকরা বলেন, ‘এই টিম রাণীনগরের প্রাথমিক শিক্ষা পরিবারে একটি সুন্দর, সুষ্ঠু ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করেছেন।’ তাঁরা আশা প্রকাশ করেন, নতুন কর্মকর্তারাও এই ইতিবাচক ধারার ধারাবাহিকতা বজায় রাখবেন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবেন।
শিক্ষক মহল মনে করে, এই তিন কর্মকর্তা তাঁদের কর্মদক্ষতা, সততা ও নেতৃত্বগুণের মাধ্যমে যেখানেই দায়িত্ব পালন করবেন, সেখানেই প্রাথমিক শিক্ষার উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন।