মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার, নোয়াখালী
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
তিন হাজার বছরের ঐতিহ্যবাহী জনপদ নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করা না হলে সর্বাত্মক অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন নোয়াখালী বিভাগ আন্দোলনের সমন্বয়ক ও গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মূখ্য সমন্বয়ক জহিরুল ইসলাম।
তিনি বলেন, “নোয়াখালীকে বিভাগ ঘোষণা না করলে সড়ক, রেল, রেমিট্যান্স প্রবাহ, শিল্প-কারখানা ও সরকারি অফিস সম্পূর্ণ অচল করে দেওয়া হবে।”
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে চাটখিল উপজেলা প্রেসক্লাবে “নোয়াখালী বিভাগ আন্দোলন সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা”য় তিনি এই হুঁশিয়ারি দেন।
জহিরুল ইসলাম বলেন,
“নোয়াখালী জেলা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অর্থনীতি, ভৌগোলিক অবস্থানসহ সার্বিক দিক বিবেচনায় নোয়াখালীকে বিভাগ ঘোষণা এখন সময়ের দাবি। এটি বৃহত্তর নোয়াখালীর দেড় কোটি মানুষের প্রত্যাশা।”
তিনি আরও বলেন,
“সরকার অবিলম্বে নোয়াখালীকে বিভাগ ঘোষণা না করলে কঠোর আন্দোলনে নামতে আমরা বাধ্য হবো।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—
চাটখিল উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান বাবর, রাজধানী টিভির জেলা প্রতিনিধি মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রুবেল ভূঁইয়া, সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাসান, অর্থ সম্পাদক আনোয়ারুল আজিম এবং সদস্য ফরিদ খান প্রমুখ।
সভায় উপস্থিত সবাই দ্রুত নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার দাবিতে একাত্মতা প্রকাশ করেন।