মুহাম্মদ আবু হেলাল, শেরপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
সারাদেশের মতোই শেরপুর জেলাতেও প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর শেরপুরে পাসের হার ৪৮.৬৯ শতাংশ, যা গত বছরের তুলনায় ১০.৬৮ শতাংশ কম।
২০২৪ সালে জেলার পাসের হার ছিল ৫৮.০১ শতাংশ।
এবার শেরপুর জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ১৬৯ জন শিক্ষার্থী।
চলতি বছর জেলার ৩১টি কলেজের শিক্ষার্থী ৯টি পরীক্ষা কেন্দ্রে অংশ নেয়।
মোট পরীক্ষার্থী ছিল ৮ হাজার ৭৪১ জন —
ছেলে: ৪,০৩৪ জন
মেয়ে: ৪,৭০৭ জন
এর মধ্যে পাস করেছে ৪,২৫৬ জন শিক্ষার্থী,
যার মধ্যে —
ছেলে: ১,৬৪৬ জন
মেয়ে: ২,৬১০ জন
মেয়ে শিক্ষার্থীরা এবারও পাসের ক্ষেত্রে এগিয়ে রয়েছে।
শেরপুর সরকারি কলেজ এবারও জেলার শীর্ষে রয়েছে।
এই কলেজে পাসের হার ৭৩.৯৬ শতাংশ,
এবং জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন শিক্ষার্থী।
নালিতাবাড়ী উপজেলার হিরণ্ময়ী হাই স্কুল অ্যান্ড কলেজ,
শেরপুর সদর উপজেলার মন্মথ দে কলেজ।
দুটি কলেজের কেউই পাস করতে পারেনি।
হিরণ্ময়ী কলেজ থেকে অংশ নেয় ৬ জন,
আর মন্মথ দে কলেজ থেকে অংশ নেয় ১২ জন পরীক্ষার্থী।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ মাহবুবুল ইসলাম বলেন,
“এ বছর পাসের হার কিছুটা কমেছে। তবে শেরপুর জেলা ময়মনসিংহ বিভাগের মধ্যে পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে।”