1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. নজরুল ইসলাম খান রাজনের পথসভা ও গণসংযোগ নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্র আশরাফুলের — এলাকায় শোকের ছায়া গাজীপুরে প্রজেক্ট হেলথ-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা — মানবতার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছেন ডা. মোতাছিম বিল্লাহ আলম শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি আগুনে পুড়ে ছাই দিনমজুর কালামের ঘর, খোলা আকাশের নিচে পরিবার পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ

ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে
ডিমলায় বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে ব্যানার ও ফেস্টুনে সজ্জিত জনসভা মাঠ, স্লোগানে মুখরিত এলাকাবাসী।
ডিমলায় বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে ব্যানার ও ফেস্টুনে সজ্জিত জনসভা মাঠ, স্লোগানে মুখরিত এলাকাবাসী।

নীলফামারী প্রতিনিধি:
“আমরা সবাই ডিমলাবাসী, তুহিন ভাইকে ভালোবাসি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান। কর্মসূচিটিকে ঘিরে পুরো উপজেলা জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ব্যানার, ফেস্টুন, মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে ডিমলার গয়াবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠ।

রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা সদস্য সংগ্রহ অভিযান কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক বাচ্চু প্রধান।

সভায় বক্তারা বলেন, বিএনপির আসল শক্তি নিহিত আছে তৃণমূলে। জনগণের পাশে থেকে সংগঠনকে সুসংগঠিত করাই এ সদস্য সংগ্রহ অভিযানের মূল লক্ষ্য। নতুন সদস্য অন্তর্ভুক্তি ও পুরনো সদস্যদের নবায়নের মাধ্যমে বিএনপি আরও শক্তিশালী হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা হক বাচ্চু প্রধান বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনাতেই বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ডিমলার মাটি ও মানুষের সঙ্গে একাত্ম। তাঁর নেতৃত্বে তৃণমূল সংগঠনকে ঐক্যবদ্ধ করা ও জনগণের আস্থা অর্জনই আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন,
“ডিমলা বিএনপি আজ ঐক্যবদ্ধ। এই ঐক্যই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ-আন্দোলনের মূল শক্তি।”

কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই ওয়ার্ড ও ইউনিয়নজুড়ে ছিল উৎসবের আমেজ। নানা রঙের ব্যানার, পোস্টার, ফেস্টুন, স্লোগান ও দেশপ্রেমের গানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
“জিয়া পরিবার দীর্ঘজীবী হোক”, “খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের বিজয় হবেই”, “উন্নয়নের বাতিঘর তুহিনের উন্নয়ন চলছেই চলবে”— এমন সব স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সভামঞ্চ।

গয়াবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন—
জেলা আহ্বায়ক কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক রইসুল আলম চৌধুরী,
জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা,
শেফাউল জাহাঙ্গীর আলম সেপু,
মুক্তার হোসেন,
অধ্যক্ষ মনোয়ার হোসেন,
গোলাম রব্বানী প্রধান,
ইউনিয়নের সুপার ফোরটিন সদস্যবৃন্দসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।

সভা শেষে নতুন সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয় এবং আগত নেতাকর্মীদের ধন্যবাদ জানান আয়োজকরা।

বক্তারা নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সম্পর্কে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

তাঁরা বলেন,
“তুহিন ভাই ডিমলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি রাজনৈতিকভাবে যেমন দক্ষ, তেমনি মানবিক নেতৃত্বের মাধ্যমেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বেই ডিমলার বিএনপি আজ আরও সংগঠিত, ঐক্যবদ্ধ ও জনমুখী হয়ে উঠেছে।”

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বক্তারা আরও বলেন,
“ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নেতৃত্বে ডিমলা বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ। তৃণমূল থেকে জেলা পর্যন্ত নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম গড়ে তুলে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখছে।”

তুহিনের দূরদর্শী নেতৃত্বে ডিমলায় বিএনপির রাজনীতিতে যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে, তা ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও বক্তারা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট