1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. নজরুল ইসলাম খান রাজনের পথসভা ও গণসংযোগ নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্র আশরাফুলের — এলাকায় শোকের ছায়া গাজীপুরে প্রজেক্ট হেলথ-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা — মানবতার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছেন ডা. মোতাছিম বিল্লাহ আলম শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি আগুনে পুড়ে ছাই দিনমজুর কালামের ঘর, খোলা আকাশের নিচে পরিবার পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ

ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে
নান্দাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন।
নান্দাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন। — ছবি: ফরিদ মিয়া

নান্দাইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীর খোলামেলা আলাপ

ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বলেছেন,

“ভিডিও রেকর্ড করার কোনো প্রয়োজন নেই। আজ আপনাদের সঙ্গে মন খুলে, খোলামেলা আলাপ করতে চাই।”

সোমবার (২০ অক্টোবর) দুপুরে নান্দাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সভায় আনোয়ারুল মোমেন বলেন,

“আমাকে ‘স্যার’ ডেকে দূরে সরিয়ে রাখবেন না। আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। রাজনীতি করতে এসেছি জনগণের পাশে থেকে, তাদের সুখ-দুঃখ ভাগ করে নিতে। আমার কাছে রাজনীতি মানে সেবা — ক্ষমতার প্রতিযোগিতা নয়।”

তিনি আরও বলেন,

“আমার জীবনের দীর্ঘ সময় সেনাবাহিনীতে দেশের জন্য কাজ করেছি। এখন অবসর জীবনে নান্দাইলবাসীর কল্যাণে কিছু করতে চাই। আমি রাজনীতিতে এসেছি মানুষের মুখে হাসি ফোটানোর আশায়। জনগণের বিশ্বাস, ভালোবাসা আর সহযোগিতাই আমার সবচেয়ে বড় পুঁজি।”

নান্দাইলের উন্নয়ন প্রসঙ্গে মোমেন বলেন,

“নান্দাইলের সম্ভাবনা সীমাহীন। এখানকার মানুষ পরিশ্রমী ও শিক্ষিত। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো—সব ক্ষেত্রেই উন্নতির সুযোগ রয়েছে। রাজনৈতিক বিভাজন ভুলে সবাই মিলে উন্নয়নে কাজ করতে হবে।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন,

“আপনারা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে লিখবেন, জনগণের সমস্যাগুলো তুলে ধরবেন। ইতিবাচক সাংবাদিকতা সমাজকে সচেতন ও অগ্রসর করে তোলে।”

বিএনপির এই মনোনয়নপ্রত্যাশী আরও বলেন,

“আমি নান্দাইলের সন্তান। এখানকার মানুষের সুখ-দুঃখ আমার নিজের মতোই অনুভব করি। রাজনীতিকে পেশা নয়, দায়িত্ব হিসেবে নিয়েছি। যদি দল ও জনগণ সুযোগ দেয়, নান্দাইলকে আধুনিক ও স্বনির্ভর উপজেলা হিসেবে গড়ে তুলব। উন্নয়ন হবে শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানে সমান গুরুত্ব দিয়ে।”

সভায় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক নোমানী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু তাহের সিদ্দিক, নান্দাইল প্রেসক্লাব সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি, সাংবাদিক সমিতির সভাপতি এ বি সিদ্দিক খসরু, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, প্রেসক্লাবের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল, খোলা কাগজের প্রতিনিধি এহসানুল হক তানভীর, প্রচার সম্পাদক ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক রমজান আলীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।

সভায় সাংবাদিকরা মুক্তভাবে প্রশ্ন করেন এবং নান্দাইলের রাজনৈতিক, সামাজিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।

সভা শেষে আনোয়ারুল মোমেন বলেন,

“আমি রাজনীতি করতে এসেছি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। আমি চাই, নান্দাইলের প্রতিটি মানুষ যেন গর্ব করে বলতে পারে — ‘এটাই আমাদের এলাকা, এটাই আমাদের নান্দাইল।’”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট