1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী যাত্রীবাহী বাসে ৫০০ পিস ইয়াবাসহ সুপারভাইজার গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে
নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযানে বাঁধন পরিবহনের সুপারভাইজার ইয়াবাসহ গ্রেপ্তার।
নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযানে বাঁধন পরিবহনের সুপারভাইজার ইয়াবাসহ গ্রেপ্তার।

স্টাফ রিপোর্টার: মো. বেল্লাল হোসাইন নাঈম

চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ বাঁধন পরিবহনের এক সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাবের যৌথ টিম।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাইজদী কোর্ট এলাকার আব্দুল হক ফিলিং স্টেশনের পশ্চিম পাশে অভিযান চালানো হয়।
চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী ‘বাঁধন পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালিয়ে সুপারভাইজার মো. সাহাব উল্লাহ (৩৭)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাহাব উল্লাহ বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এবং ঢাকা মেট্রো-ব-১৪-৯৭৩২ নম্বর বাঁধন বাসের সুপারভাইজার।

তদন্তে জানা গেছে, সাহাব উল্লাহ দীর্ঘদিন ধরে বাঁধন পরিবহনের বাসে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
এই পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতেন।

তার সঙ্গে একটি সক্রিয় মাদক পাচার চক্রের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন,

“গোপন তথ্যের ভিত্তিতে যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এতে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ইয়াবা পাচারে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।”

তিনি আরও জানান,

“যাত্রীবাহী বাসের আড়ালে ইয়াবা পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

পরে এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী বাঁধন পরিবহনের বাসে মাদক পরিবহনের সময় ৫০০ পিস ইয়াবাসহ সুপারভাইজার গ্রেপ্তার।
ডিএনসি ও র‍্যাবের যৌথ অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেপ্তার অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট