মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মদনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অভিভাবকের ওপর হামলার ঘটনায় প্রধান শিক্ষকসহ তিন শিক্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
সোমবার (৩০ জুন) দুপুরে মদনের চর পশ্চিম পাড়া এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আবদুল বাসেদ, নুরুজ্জামান, শফিকুল ইসলাম, মজনু মিয়া, সুরুজ আলী, আরমান সরকার ও খালেদা বেগম প্রমুখ। বক্তারা বলেন, বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে দিয়ে ঝাড়ু দেওয়ানোর প্রতিবাদ করায় অভিভাবক আনোয়ার হোসেনকে টিউবওয়েলের হাতল দিয়ে মারধর করেন প্রধান শিক্ষক শফিউল্লাহ। এতে সহায়তা করেন সহকারী শিক্ষক নুর মোহাম্মদ ও সোলায়মান হোসেন।
আহত আনোয়ার হোসেনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বক্তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ঊর্ধ্বতন শিক্ষা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক শফিউল্লাহর সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। সোমবার বিদ্যালয়েও তাকে বা অন্য অভিযুক্ত শিক্ষকদের পাওয়া যায়নি