আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭ জন বন্দীকে কারাবিধির ৫৬৯ ধারা অনুযায়ী সাজা মওকুফ করে মুক্তি দিয়েছে সরকার। সোমবার (১ জুলাই) রাত ৮টার দিকে এদের মুক্তি দেওয়া হয়।
মুক্তিপ্রাপ্তরা নওগাঁ, রাজশাহী ও বগুড়ার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং প্রত্যেকেই হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। তারা ৯ মাস ১৬ দিন থেকে সর্বোচ্চ ২ বছর ৮ মাস ১৪ দিন পর্যন্ত সাজা কমিয়ে মুক্তি পান।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান জানান, প্রস্তাবিত ১২৫ জন বন্দীর মধ্যে যাচাই-বাছাই শেষে ১৩ জনের সাজা মওকুফের অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরমধ্যে ৪ জন আগেই মুক্তি পেয়েছেন, ২ জন রয়েছেন অন্য কারাগারে—সেখানে চিঠি পাঠানো হয়েছে, আর রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাকি ৭ জন।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার স্বজনদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তাকে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেল সুপার।