নিজস্ব প্রতিবেদক:
শেরপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সালেমুজ্জামান সম্প্রতি বদলি আদেশে অন্যত্র স্থানান্তরিত হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ জুলাই ২০২৫) দুপুর ২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শেরপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম বিদায়ী এ কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার সালেমুজ্জামানকে একজন মেধাবী, চৌকস ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব শাহ শিবলী সাদিক এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
শেরপুর জেলা পুলিশের এই প্রথাগত বিদায় সংবর্ধনার মাধ্যমে আবারও প্রতিফলিত হলো বাহিনীর সম্মান, পেশাদারিত্ব ও সৌহার্দ্যপূর্ণ কর্ম-সংস্কৃতি।