মনজু হোসেন, স্টাফ রিপোর্টার
পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের জামাদারপাড়া গ্রামে মসজিদের নামে রেকর্ডভুক্ত ১২ শতক খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে পরিচালিত এ অভিযানে দুইটি অবৈধ বসতবাড়ি উচ্ছেদ করা হয়।সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি জানান, “সরকারি নির্দেশনা অমান্য করে দীর্ঘদিন ধরে মসজিদের নামে রেকর্ডভুক্ত খাস জমি দখলে রেখেছিলেন তিন ব্যক্তি। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবং সরকারি জমি উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে আজ এ উচ্ছেদ অভিযান চালানো হয়।”
ভূমি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামাদারপাড়া জামে মসজিদের পাশে অবস্থিত ওই জমিটি মৃত তফিজ উদ্দিনের তিন ছেলে—খলিল মিয়া, মজনু মিয়া ও ফয়জুল হক অবৈধভাবে দখল করে রেখেছিলেন। এলাকাবাসী বহুবার তাদের জমি ছাড়ার অনুরোধ করলেও তারা অস্বীকৃতি জানান। স্থানীয়ভাবে একাধিক সালিশ হলেও তাতেও কাজ হয়নি।
পরবর্তীতে জমির প্রকৃত রেকর্ড যাচাই-বাছাই শেষে ভূমি অফিস থেকে তাদের ঘরবাড়ি সরিয়ে জমি ছাড়ার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তারা তা অমান্য করায়, মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে পাঁচটি ঘরসহ দুটি বসতবাড়ি উচ্ছেদ করে জমিটি মসজিদ কমিটির কাছে হস্তান্তর করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, মসজিদের মুসল্লি ও গণমাধ্যমকর্মীরা।
প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় মুসল্লিরা। তারা জানান, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় মসজিদের জন্য নতুনভাবে জায়গাটি ব্যবহার করা যাবে।